ডিটেনশন ক্লাস : প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই প্রতিদিন বাড়ির পড়া ও লেখা সম্পন্ন করে বিদ্যালয়ে আসতে হবে। কোন বিষয়ের পড়া না পারলে বা বাড়ির লেখা লিখে না আনলে শ্রেণি শিক্ষক সতর্ক করবেন। তথাপি উন্নতি পরিলক্ষিত না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ছুটির পর ডিটেনশন ক্লাসে আটকে রেখে পড়া ও লেখা আদায় করা হবে।